অনুভূতির নিথরতা
অনুভূতির নিথরতা


বলতে পারো,আর কতগুলো হাহাকারের মিছিল
পেরোলে,তোমার রক্তপিপাসা মিটবে?
আরও কত মৃতদেহের মাইলস্টোন পার হতে হবে,
তোমার বুকের বরফটার গলনাঙ্কে পৌঁছতে?
আরও কতটা অনুভূতির যোগান
চাই তোমার বল?
যাতে তুমি বুঝবে,ঐ শরীরটা শুধু মাংসপিন্ড নয়,
ওতে আছে প্রাণ ও মনের সহাবস্থান...
ছুঁতেই যদি হয়,শরীর নয়, মনকে ছোঁও।
অনুভূতিশীলতা নিয়ে আসুক,
তোমার পৌরুষের আমন্ত্রণপত্র...
যে পৌরুষের জ্যোৎস্না পাবার আশায়,
গোটা রাত্রি বিলিয়ে দেয় নিজেকে,চাঁদের কাছে..
সম্ভব নয়,সম্ভব নয় জানি...
তাই অনেক রাতের শিশিরই রক্তের দাগ
রেখে যাবে মাটিতে...
শুকিয়ে যাওয়া ঘাস গেয়ে যাবে
দীর্ঘশ্বাসের গান...
আর শতাব্দীর পর শতাব্দী,নিজের সর্বস্ব উজাড়
করে দিয়ে,রিক্ত হাতে দাঁড়িয়ে থাকব,
আমি নারী...