STORYMIRROR

Manik Goswami

Inspirational

3  

Manik Goswami

Inspirational

অলীক হাতছানি

অলীক হাতছানি

1 min
292



পশ্চিমের চোখ ধাঁধানো মনোহর হাতছানি,

মায়াবী আলোয় ভরা দেশ,

অভাবনীয়, অদৃশ্য অলীক মোহেতে টানি;

আকাশ পথে পাড়ি দিতেই সম্পর্কের শেষ।

বাপ-মাকে ছেড়ে সাত সমুদ্দুর পার,

সবুজ দেশের বন্ধনে নেই জোর;

টুকরো হল স্বপ্নের সংসার,

তবুও লক্ষ্য উন্নতি হোক তোর।


বাল্যকালে ভালো লাগতো নিজের দেশের মাটি,

নদী, পুকুর, আকাশ, বাতাস, গ্রামের হরিৎ ক্ষেত;

নিষ্পাপ মনে ঈপ্সার দাবি ফুলের মতো খাঁটি,

জানিয়ে দিলি মনের কথা, বাঁচার অভিপ্রেত।

পতঙ্গ আলোক প্রভায় ছ

োটে বিভ্রান্ত হয়ে,

মরীচিকার মায়াবী রূপে তৃষিত মরুতে গিয়ে;

চোরাবালিতে ডুবতে থাকে শরীর,

আশা আকাঙ্খা ক্ষণস্থায়ী, মূল্য হারিয়ে স্থবির।


ভেবেছিলি অনেক অর্থে পূর্ণ হবে আশা,

রঙিন চোখে পড়তে পেলিনা রামধনুরই ভাষা।

একের ওপর অন্য রঙের আভায় গিয়েছে মিলে,

রঙিন স্বপ্ন দ্বিগুন বাড়ে তুচ্ছ আবেগ বলে।

পড়ে রইলো স্মৃতিভরা সেই ছোট্ট পাহাড়, মাঠ;

মায়ের চোখের জলধারা শুকিয়ে হলো কাঠ।

ভালো থাকিস সাবধানী হয়ে এইটুকু প্রার্থনা,

মায়ের শুভ কামনায় কভু খামতি রবে না। 


Rate this content
Log in