মুঠোফোনে প্রেম
মুঠোফোনে প্রেম
মুঠোফোনে প্রেম
মানিক চন্দ্র গোস্বামী
তোমার সাথে আলাপ হলো মুঠোফোনের দয়ায়,
এগিয়ে চলা প্রযুক্তি হলো নিঃসঙ্গের সহায়।
হাতের মুঠোয় তোমার ছবি, তোমার হাসি মুখ,
ধন্য হলাম এ জীবনে, পেলাম স্বর্গসুখ।
চিঠির বদলে মনের কথা সরাসরি ছবি দেখে,
মুঠোফোনের সহায়তায় পেলাম ভালোবাসার চোখে।
অচেনা দু'জন পরিচিত হই বিশ্বাসে রেখে ভর,
শুধু মুখের কথায় আস্থা রেখে ভাবোনি আমায় পর।
এক দেখাতেই অন্তর মোর বিলীন হলো তোমায়,
প্রেমের সোপান গড়লো হৃদয়, এগিয়ে চলে সময়।
প্রস্তাব দিই দেখা করার, তোমার সম্মতিতে,
বুকের মাঝে মাদল ধ্বনি উথলি উঠিল মেতে।
সেই তো শুরু এগিয়ে চলার, দুইজনে একপথে,
হাতে রেখে হাত, ভালোবাসার গভীরতার সাথে।
মনের মিলে সুখের চাবি দেবতা-আশীর্বাদে,
তোমার আমার কপাল ভালো, পড়িনি চক্র ফাঁদে।
তোমার প্রেরণা সাহস জোগায় সুন্দর সংসারে,
ধন্য আমি, তৃপ্ত আমি, তোমার অঙ্গীকারে।

