STORYMIRROR

Nabanita Patra

Abstract Others

2  

Nabanita Patra

Abstract Others

অদৃশ্য মন

অদৃশ্য মন

1 min
150

অদৃশ্য মন করে চিন্তন,

সে করেনা কোন অবসর গ্রহণ।


চিন্তার তরণী ভেসে যায় অবিরাম,

কোন্ সুদূরে, যার নেই কোন নাম।


কখনো সে চায় পাখিদের মতন ডানা মেলতে,

কখনো সে চায় স্বপ্নের সমুদ্রে আসল ঝিনুক খুঁজতে।


কখনো সে মিশে যায় প্রকৃতির কোলেতে,

কখনো সে লুকায় আঁধারের ছায়াতে।


আকাশ-পাতাল কখনো সে ভাবে,

কখনো সে ডুবে যায় নিরাশার বাস্তবে।


কখনো সে হয় আনন্দে উন্মাদ,

কখনো সে ভরে যায় নিরন্তর বিষাদ।


কখনো সে দেয় অন্যায় কে প্রশ্রয়,

কখনো সে হয় ন্যায়ের পদাশ্রয়।


বিব্ভ্রান্ত মন হয়না নিশ্চিত,

কিভাবে সে ফিরে পাবে সম্বিৎ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract