STORYMIRROR

Nabanita Patra

Romance Tragedy

2  

Nabanita Patra

Romance Tragedy

অচেনা প্রেম

অচেনা প্রেম

1 min
282

যে প্রেমের স্পর্শে হয়েছিল সে অনুপমা,

আজ সেই প্রেম লাগে কেন তার অচেনা।


প্রথম বসন্ত এসেছিল তার জীবনে যখন,

নানা ফুলের সুবাসে ভরে উঠেছিল মনের আঙিনা তখন।


যেদিন হয়েছিল তাদের প্রথম শুভ দৃষ্টি,

দুনয়ন দিয়ে পড়েছিল একপশলা বৃষ্টি।


মনে হয়েছিল জনমের প্রতীক্ষা হল শেষ,

কে ভেবেছিল সেই প্রেমেরই থেকে যাবে শুধু রেশ।


আজ প্রেম যেন বিভীষিকা,

সবই লাগে এক মরীচিকা।


অজানা পথের পথিক তারা,

ছুটছে শুধুই দিশাহারা।


প্রেমের ছোঁয়ায় হয়েছিল যে একদিন সুচরিতা,

সে হল আমারই এক পরিচিতা।


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Romance