STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Tragedy Others

3  

আরিয়ানা ইচ্ছা

Tragedy Others

অবুঝ সে

অবুঝ সে

1 min
234


পরিবেশ টা নয় এতো সহজ, যেমনটা সে ভাবে,

যেই বোঝেনা একটা কথাও, তাকে কে বোঝাবে!

হাজার বলেও কতো দিন, হয়না কোনো কাজ,

 খারাপ খবর শুনতে হলে, মিটবে মনের সাজ!

    এতো খুশি, সখ আর শপ্ন দেখার ছল,

 একটা দিঘির পাতার স্রোতের মতো করছে টলোমল!

   তার চাওয়াতে, তার কথাতে তৃপ্তি আসে মনে,   

এখন কেন দুঃশপ্নের আওয়াজ আসে কানে,প্রতিটি ক্ষনে,, 

  হে শ্রষ্টা অসিম তুমি, সীমাহীন তোমার দয়া,

 দেখাও দিশা, দাও শক্তি যেনো হতে পারি জয়া।

  পেতে পারি আবার যেনো, সেই সুদিনের শপ্ন,

যে শপ্নে নেই হিরে, জহরত তবু লাগে তারে রত্ন।

     যত্নে রাখি, বন্দি করে সেই শপ্নের জাল,

     শক্তি দিও সব বিপদে, না ছাড়ি যেনো হাল।

যতই আসুক বাধা বিপুল, রেখো অবিচল,

মনের মাঝে লুকিয়ে থাকুক, শপ্ন-আসা অটল।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy