অভাগা বিরোহী
অভাগা বিরোহী
গোধূলির সৌন্দর্য মিশে গেল আঁধারে,
আমি বসে আছি বালুতীরে,
একে একে যতো তারা,
ঢাকছে আকাশ,
কালো মেয়ের কপালে সিঁদুরের টিপ,
বাইরে আমি বাল্মিকী ঢিপ,
অন্তর করে টিপ টিপ,
অভাগা বিরোহী,
তার অভাবে দাবানল প্রেমিক মনে,
মধু খেতে আসেনা বনে,
ইচ্ছে গুলো নেই রণে,
ফ্যাকাশে আশা।

