আয়না
আয়না
আমার শৈশব ছিল শরত মেঘের ভেলা
দশভুজা মা'য়ের কৃপায় হেসে খেলে দুধে ভাতে
ছিল স্নেহ , প্রশ্রয়।
কৈশোরে এসেছিল হেমন্তের বিচ্ছু_রণ ।
স্কুলবাড়ি , বইখাতা , পাসফেল পরীক্ষা
ছিল কপিল দেব , ফেলুদা তোপসে
আর-ও ছিল ম্যক্সিম গোর্কি।
তারুণ্যের প্লাবন বর্ষার টইটম্বুর
দু'কুল ছাপানো উচ্ছ্বাস আনন্দ
দুঃখ পাওয়া , দুঃখ দেওয়ার প্রতিযোগিতা
স্পর্শকাতর স্বপ্নরাজ্য ।
আর ছিল মিরজাফর।
যৌবনের উপবন বসন্ত ; পেয়েছিলাম
রাগ অনুরাগ সঙ্গত , ভালোবাসা ।
মধুচন্দ্রিমার আবেশ , সৃষ্টি সুখের উল্লাস
ছিল প্রেম।
আজকে যৌবনের শেষে ; প্রখর রৌদ্রে
বেদনায় তপ্ত কঠোর এক দেওয়ালের ন্যায়।
এখন আছে অপেক্ষা কঠিন শীত।