আতঙ্ক
আতঙ্ক


একতাল রক্তের মতো লালচে সূর্যটা
ঢুকে যায় পশ্চিম আকাশের বুকে।
পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে
অন্ধকার এসে কালো রঙ নিয়ে
হোলি খেলে প্রকৃতির সাথে।
হৃদ স্পন্দন চলতে থাকে দ্রুত গতিতে।
একটা অজানা ভয়, একটা আতঙ্ক
গ্রাস করে শরীরটাকে,
অবশ অসাড় করে দেয় পিতৃ হৃদয়,
শিকারে বেরোনোর সময় হয়েছে যে।
কয়েকটা হায়নাকে নিকেশ করে বা শাস্তি দিয়ে
ওদের বংশতো নির্মূল করা যায়নি,
ওরা যে রক্তবীজের ঝাড়!
বাসে, ট্রেনে, পথে ঘাটে ওরা থাকে ওঁৎ পেতে।
আক্রমণ করে চলে অবিরাম - নির্দ্বিধায়।
পৈশাচিক উন্মাদনা গোপন রাখতে
ওরা বেছে নেয় কালো গোপন রাত।
আমার মেয়েটা যে ফেরিনি এখনো........