STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Tragedy Classics Others

3  

শিপ্রা চক্রবর্তী

Tragedy Classics Others

আশ্রয়ের খোঁজে

আশ্রয়ের খোঁজে

1 min
188


বাবা মার আশ্রয় আজ হয়েছে খোলা আকাশের নীচে ভিখারি সেজে,

ছেলে মেয়ে তখন ব‍্যস্ত ঘরে বসাতে 

ঝাঁ চকচকে মারবেলের মেঝে।


বাবা মা আজ খাবারের 

জন‍্য দুয়ারে দুয়ারে হাত পাতে,

ছেলে মেয়ে তখন দেয় শান্তিতে

দিবা নিদ্রা আবলুস খাটে।



বাবা মা আজ বড় অসহায় 

খোঁজে একটা অবলম্বন,

ছেলে মেয়ে তখন ব‍্যস্ত টিভির 

পর্দায় খুঁজতে মনোরঞ্জন।


বাবা মা আজ ঝাপসা চোখে 

খোঁজে একটাই মুখ,

ছেলে মেয়ে তখন লোককে

দেখাতে ব‍্যস্ত তাদের অ‍াভিজাত‍্য 

ঐশ্বর্যের সুখ।


বাবা মার চোখে ঝরে আজ 

কষ্টের জল, হৃদয়ে বয় প্রবল ঝড়,

ছেলে মেয়ে তখন গোছাতে মত্ত 

চদ্দশো স্কোয়ারফিটের ঘর।



বাবা মা আজ অসহায়,

হয়েছে ঘাড়ের বোঝা,

তাইতো আজ নিরাশ্রয় হয়ে 

নতুন আশ্রয় খোঁজা।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy