আসা যাওয়া
আসা যাওয়া


সেইসব দিনের কতশত যত কথা,
জমা ছিলো সব সেই মোটা ডায়েরিটায়।
কথাগুলো কখন যে হোলো ব্যথা,
তা লেখা হয়ে গেলো লালযন্ত্রের ক্ষতটায়।
জন্মালো প্রেম হৃদয়ের হেথাহোথা,
আবার মৃত্যুও হোলো প্রেমের ছন্দহীন ঘনঘটায়।
প্রেমের আসায় প্রেমের যাওয়ায় প্রেমের চেনাশোনায়,
ভর্তি কেবল হোলো প্রেম ডায়েরির পাতায় আনাগোনায়।
(বিষয়: জন্ম মৃত্যু)