আর কেউ....
আর কেউ....
তোর বেশ কাছে আছি
নিশ্চুপে নীরবে
'আর কেউ' হয়ে আছি
রংচঙে বাস্তবে
তোর খুব কাছে আছি
নিওনের আড়ালে
ভিড় দেখে ভয় পাই
দানবীয় জঙ্গলে
তোর খুব কাছে আছি
দুই চোখে বৃষ্টি
মনে তুই, প্রাণে তুই
তাতে প্রেমতুষ্টি
তোর খুব কাছে আছি
মায়াময় পদ্যে
উৎসব মজে আছে
নাচ গান বাদ্যে
তোর খুব কাছে আছি
আলোকিত আশ্বিনে
খুশি মাখা ঢেউ দেখি
বর্ণালী দূরবীনে.....
তোর খুব কাছে আছি
অষ্টমী র আঙিনাতে
নবমী র নাচ গানে
ভালোবাসি মনে প্রাণে
তোর খুব কাছে আছি
দশমী র উত্তাপে
চেনা চোখ চায় তোকে
ভাঙা মন ভয়ে কাপে
তোর খুব কাছে আছি
একাদশী একা একা
অনুভবে শুধু তুই
শুধু তোর ই পথ দেখা
দ্বাদশি র সাঁঝ বেলা
অন্তরে নোনা ব্যাথা
ভালো থাক, তুই নীলা
ভালোবাসা শেষ কথা

