STORYMIRROR

Debasmita Das

Tragedy Others

3  

Debasmita Das

Tragedy Others

আফিম

আফিম

1 min
210


সত্যিই আজ আফিম নিয়ে যাব।কতদিন আর উপবাসী ছেলেটা করবে প্রতীক্ষা?

আজও বাড়ি ফিরে বলতে হবে কিছুই পায়নি ভিক্ষা।

গত পরশু ক্ষুদ জুটেছিল, ফ্যান পাওয়া গিয়েছিল গতকালও,

আজ আমার হাতখানি দেখে করুণ দৃষ্টিতে তাকালো।

ঘুমিয়ে পড়বে কখন কান্না শেষে,

সত্যিই আজ আফিম নিয়ে যাব অবশেষে।

কোলে টেনে তারে গল্প শোনায় শীর্ণ পাঁজরে,

যদি না তোর বাপ দেশছাড়া হত সে বারের মন্বন্তরে

-ভিটেমাটি বেচে তোকে নিয়ে চলে এলাম বিদেশ-বিভুঁই,

কামিন কাটবো বড়লোক বাড়িতে, মানুষ হবি তুই।

পরাস্ত মা আমি সংগ্রাম শেষে,

সত্যিই আজ আফিম নিয়ে যাব অবশেষে।

চাল বাড়ন্ত ঘরে খোকার প্রশ্ন, "মাগো কোন উনুন চড়ে না কেন?

"গনগনে আঁচে ভাত ফোটার গন্ধ, আহা স্বর্গসুখ যেন।

মাথায় যেন পরলো শব্দ, বজ্র আঘাতের,

এই দুর্দিনে তুই স্বপ্ন দেখিস গরম ভাতের?

শ্যাওলা পড়া সংসারে এ কেমন আব্দার দিনশেষে,

সত্যিই আজ আফিম নিয়ে যাবো অবশেষে।

আবার যদি কর ফাঁকি দিই, যদি বলি আজ না,

আখের ছিবড়ার মতো রস বের করবে জমিদারের খাজনা।

শুকনো বাঁশের কঞ্চি দিয়ে দিলাম কয়েক ঘা,

তাই মনটা আজ বড় চঞ্চল, আমি তো মা।

কেমনে মেটাবো অভাব এ দৈন্য বেশে?

সত্যিই আজ আফিম নিয়ে যাব অবশেষে।

ফিরে দেখি খোকা শুয়ে আছে স্বপ্নের জাল বুনি,

হঠাৎ যেন রুগ্ন হাতের তর্জনী বলছে আমায়-"খুনি"।

পাথর হওয়া শরীরে মা হয়ে আমি মৃত্যুশোকে,

তবু এক ফোঁটা জল নেই আজ আমার চোখে।

মুঠোর আফিমটা মুখে দিয়েছি, পেটে তখন ক্ষুধা,

বুঝিনি এ তরল, গরল না সুধা।

নিথর শরীরটা এলিয়ে দিয়েছে মৃত্যুর আপোষে

,সত্যিই আজ আফিম নিয়ে এলাম অবশেষে?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy