Debasmita Das

Inspirational Others

4.1  

Debasmita Das

Inspirational Others

আলো

আলো

1 min
123


আবারও আঁতুড়ে জ্বললো না আলো,

বংশের প্রদীপ জন্মালো না বলে আজ।

কিন্তু বারুদ মুখে দেশলাই হয়ে আমি জ্বলে উঠবো একদিন,

হে পুরুষ সমাজ।নতুন সকাল আনবো ধরণীতে,কেটে যাবে আঁধার রাত-ই।

অন্ধ কুসংস্কারের বেড়াজাল টপকে,ঘরে ঘরে দেবো শিক্ষার বাতি।

তিন দিদির পরে অবাঞ্ছিত মেয়ে,তাই প্রতিদ্বন্দ্বী সৈনিকের বেশে তুমি পুরুষ।

সতীদাহের অগ্নি ললাটে শিশুর আর্তনাদ-মেয়ে নয়, মেয়ে নয়,

আমরাও মানুষ।দেশমাতৃকার ললাট চিরে,জ্বলে উঠবে আলো,

খানিকটা আলো,আবারও অর্চনা হবে নারীমায়ের;একশো আট প্রদীপ জ্বালো।


Rate this content
Log in