STORYMIRROR

Debasmita Das

Crime Inspirational

2  

Debasmita Das

Crime Inspirational

কোজাগরী

কোজাগরী

1 min
102

ঘরের লক্ষ্মী নিধন করে-

যারা করছে কোজাগরীর আয়োজন,

তারাই আজ কামনা করছে

বংশের প্রদীপের বড়ো প্রয়োজন।

দোকানের সবচেয়ে দামি প্রতিমায়,

মন্ডপ আল্পনা শোভিত,

আমার লক্ষ্মী পথে-প্রান্তরে

ব্রেকিং নিউজে ধর্ষিত।

কোজাগরীর জ্যোৎস্না রাতে,

কেন নিভে যায় মেয়েটার জীবন আলো?

মাটির লক্ষ্মী পুজো না করা

এর চেয়ে অনেক ভালো।

লক্ষ্মী এসেছিল নৈবেদ্য নিয়ে

নিহত কন্যাভ্রূণের সাজে,

হঠাৎই সদরে পশ্চাদগামী পদছাপ

জীবন্ত লক্ষ্মী কেউ চায় না সমাজে।


Rate this content
Log in

Similar bengali poem from Crime