আন্দোলন
আন্দোলন
মাটির মাটিতে, সাম্যের আঁচলে
বস্তুর বস্তুতে, আকাশের নীলে
পাহাড়ে নদীর অরণ্যের গভীরে
হোক আন্দোলন...
তোমার আমিতে, গোধূলির রঙে
রাস্তার বুকে , ট্রামের লাইনে
জীবন মরণে , শিকলের আঁতুড়ে -
হোক আন্দোলন...
তোমার প্রেমে , ফেলে যাওয়া অনুভবের মিছিলে
পরে থাকা কাপ-প্লেটে
কবিতার পাতায় , কলমের কালিতে
হোক আন্দোলন...