আমরা পরাধীন
আমরা পরাধীন


নেই কোথাও মুক্তির শ্বাস,
আজ কেন হয় না অবকাশ,
নিয়ম নিষেধের বেড়াজালে দগ্ধ,
ভোরের না দেখা আলোয় ঋদ্ধ!
বইএর সাথে নেই অন্য জগৎ,
ফিরিয়ে নিয়েছে সজীব শরত,
পড়তে শুনতে জীবনটা অচল,
বড়দের কাছে জমির ফসল!
উঠতে বসতে জীবন পরাধীন,
ফিরবে আর শৈশবের সুদিন?
সত্যিই অনেক বড় হবো কবে!
সেদিন কি পরাধীনতা ঘুচবে?