STORYMIRROR

Gopa Ghosh

Tragedy

4.0  

Gopa Ghosh

Tragedy

আমরা কাহিল

আমরা কাহিল

1 min
122


আজ আমরা সবাই সত্যি কাহিল,

আকাশ পানে চেয়ে আর দেখিনা কোন মেঘ,

দেখি আকাশ ভরা শকুন আর চিল।

আমরা সবাই ভীত ত্রস্ত

ওরা ক্রমশ নেমে আসছে রক্ত চক্ষু নিয়ে আমাদের বিপদ মস্ত,

আমাদের পাশে শুধুই অসুখ

করোনর রেষে দেশ ভরা শুধু

স্বজন হারানো মুখ।

আমরা অপেক্ষাতে একটি টিকার

চলছে চেষ্টা সাধ্যমতো,

কোরোনা যুগ চলে গেলে মন

বলে যেনো ফেরে না আবার।


 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy