আমি
আমি


আমি তোমার চোখের ভাষা,
সুখ -দুখ, আর ভালোবাসা,
বুকের মাঝে ব্যাথা আমি,
সবার চেয়ে অনেক দামী l
নীল আকাশের আমি তারা,
আমি বিনা তুমি ছন্নছাড়া,
জটিল পথের আমিই সাথী,
দিন হোক বা ঝোড়ো রাতি l
তোমার জীবন শুরু শেষে,
আমি আছি মিলে মিশে,
ভয় পেয়ে কি আমায় খোঁজো?
সত্যি বলো?? আমায় বোঝো??
জীবনটা আজ ছকে বাঁধা,
আমার আমির মধ্যে সাধা,
এরই মাঝে চাওয়া পাওয়া,
জীবন পথে হারিয়ে যাওয়া l
সবার আমি আজ সর্বনেশে,
খেলা খেলে নানান বেশে,
এই খেলাতে হেরে গিয়ে,
নামে আঁধার জীবন ছেয়ে l
ওঠে তখন দুরন্ত ঝড়,
আপন সবাই হয় যে পর,
ভাবের হাটে হয় যে দেনা,
বন্ধ হয় সব বেচা কেনা l
তাই "আমি " তে হারিয়ো নাকো,
সহজ, সরল জীবন রাখো,
সুখ দুঃখের স্রোতে ভেসে,
মানবিকতার পরাগ মাখো ll