আমি-তুমি
আমি-তুমি
আমি
যাবো উড়ে,
চোখের ডানা মেলে,
তোমার মনের প্রেম কুটিরে,
যদি বসতে দাও কদম্ব তলে,
বাজাবো বাঁশি আমি সখী সখী বোলে,
অনুরক্ত হয়ে ছুটে আসবে সখা বলে
জগৎ ঘুরে ওই কদম্ব তলে,
নয়ন মেলে দেখবে আমারে,
জন্ম জন্মান্তর ভুলে,
বাঁশির সুরে,
তুমি।

