আমি বড় ক্লান্ত
আমি বড় ক্লান্ত
জীবন যুদ্ধে লড়তে লড়তে,
আজ আমি বড় ক্লান্ত,
একটু বাঁচার আশায় মন হয়েছে অশান্ত।
শৈশব থেকে কৈশোর শুধু বাঁচার লড়াই,
কখনো মানুষের ভিড়ের ধাক্কায় মাটিতে লুটাই,
কখনো বা বীর সৈনিকের মত আবার উঠে দাঁড়াই।
লোভহীন, পিপাসু জীবন চায় শুধু একটু বাঁচতে,
স্থির হতে চায় সে জীবন সমুদ্রের ঢেউতে,
যত সে চেষ্টা করে পাড়ি দেবার,
ততই সে ডোবে অকূল-পাথার।
কিন্তু মানে না সে হার,
ক্লান্ত শরীরে সে অবিরাম বাধাকে করে সংহার।
আঘাতে আঘাতে হৃদয় আজ রক্তাক্ত,
মরুভূমির মত মন হয়েছে পরিত্যক্ত।
তাই আজ আমি বড় ক্লান্ত,
কিন্তু বেঁচে থাকার ইচ্ছে আজও আছে পরিপূর্ণ।
