STORYMIRROR

SOURAV Chakraborty

Romance Others

3  

SOURAV Chakraborty

Romance Others

আমার তুমি

আমার তুমি

1 min
159

নিজ মন, নিজ সম , তোমারে করিব আহরণ,

আপন তেজ জালি,করিব তোমায় বরণ।।

 

তোমায় দেখে,নয়ন ঢেকে ,যাই আমি যে শরে

মোর অন্তরেতে ,সাজিয়ে রেখে, রইযে হেথায় পরে

নয়ন আমায় পারে, নাকো করিতে যে হরণ।।


 মনে মনে বুঝি আমিও ,

মনে মনে কি বোঝো তুমিও ?

অভিমান তুমি করে ,

রও তবু কেনো দূরে ?


তুমি যাহা যেমন ,আমায় রেখেছো যে ভেবে

কেড়ে মোর যা আছে , ভালোবাসা শুধু দেবে

ভাঙবে নাকোবাঁধন এজে, পেরিবে জনম মরণ ।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance