আমার রূপসী বৌ
আমার রূপসী বৌ


চুল বেঁধে এসো
বা খুলে এসো
বিন্দি পড়ে এসো
বা ভুলে এসো
তুমি আমার সুন্দরী রূপসী বৌ।
চোখের পাতা আঁকো বা না আঁকো
ঠোঁটের শিরায় রঙ মাখো বা না মাখো
তুমি আমার সুন্দরী রূপসী বৌ।
দু 'হাতে থাক শুধু পলা শাঁখা
পায়ের পাতা আলতায় আঁকা
গরম তেলে কালো জিরে
দু‘চারটে কাঁচা লঙ্কা চিরে
পাবদা মাছের পাতলা ঝোল
একটু নেড়ে চেড়ে
রাঁধো বা না রাঁধো তুমি আমার সংসারী রূপসী বৌ।।
উনুনের আঁচে দুঃখ যত ফেলে
প্রাণের সুর হৃদয়ে মেলে
চালের পায়েসে কাজুর কুচি
ছোলার ডালে নারকেল কুচি
গরম গরম ফুলকো লুচি
নিজের হাতে বেলে
রাঁধো বা না রাঁধো তুমি আমার সংসারী রূপসী বৌ।।