বিবর্ণ:
বিবর্ণ:

1 min

16.5K
তুমি বল্লে এই নাও, একমুঠো রং এনেছি তোমার জন্যে
আমি বল্লাম, কই দাও রং দেখি ...
তুমি মুঠো আলগা করলে খিল্ খিল্ হেঁসে....
দেখি রংহীন বিবর্ণ তালু !
তুমি বল্লে খুঁজে নাও রং....
বলেই ছুটে চলে গেলে আড়ালে ।
আমি বিবর্ণতার মধ্যে রং খুঁজতে লাগলাম.......
হঠাৎ ফিরে এলে তুমি আবার,
জানতে চাইলে কি রং পেলাম ?
আমি নিরুত্তর, অপলক দৃষ্টিতে চেয়ে আছি..
তুমি উদাস কণ্ঠে জানিয়ে গেলে...
যে দিন আমার শুন্য হাতে রামধনু খুঁজে পাবে তোমার দৃষ্টি ,
সেদিন আবার ফিরে আসব আমি....