STORYMIRROR

Nabanita Patra

Fantasy Others

3  

Nabanita Patra

Fantasy Others

আমার কল্পনার জগৎ

আমার কল্পনার জগৎ

1 min
365

আমি মাঝে মাঝে ভাবি,

হতাম যদি ওই নীল আকাশের পাখি,

মেলে ডানা যেতাম উড়ে উড়ে,

কোন এক অজানা দেশে কোথাও দূরে।


মিষ্টি কূজনে ভাঙাতাম সবার নিদ্রা,

শুরু হতো প্রতিদিনের জীবনযাত্রা।


হতাম যদি আমি ছোট্ট একটা নদী,

বয়ে চলতাম আঁকা-বাঁকা হয়ে নিরবধি।

নেই কোন চিন্তা, না কোন নিরাশা,

লক্ষ্য শুধুই সাগরের সাথে মেশা।


হতাম যদি আমি রঙীন প্রজাপতি,

রামধনুর রং নিয়ে করতাম মাতামাতি।

ক্ষনিকের জীবন চক্রে হতো সুখ-দুঃখের অবসান,

প্রকৃতির বিছানায় নিতাম চির বিশ্রাম।


ভাবনা গুলো স্বপ্ন হয়ে চোখের মধ্যে আসে,

কল্পনার তরী সত্যি হয়ে মনের মধ্যে ভাসে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy