STORYMIRROR

Manik Goswami

Fantasy Inspirational

4  

Manik Goswami

Fantasy Inspirational

সম্ভব নয়

সম্ভব নয়

1 min
402

সম্ভব নয়    prompt-14

মানিক চন্দ্র গোস্বামী


চাহিদা তোমার বেড়েই চলেছে, বাড়ছে আবদারেই;

আজকে কিছু পয়সা দিলেও কাল বলছো নেই।

চাল দিয়েছি, ডাল দিয়েছি, বিনি পয়সার রেশন,

তবুও দাবি, জ্বালানি খরচ দিতেই হবে এখন।

পরিধানের বস্ত্র থেকে মাথার ওপর ছাদ,

নানান ভাতা, মাসোহারা, কিছুই যায়নি বাদ।

কাঁচা রাস্তা পাকা করেছি, নদীর ওপর বাঁধ;

গরিব মেয়ের পাশে দাঁড়িয়ে জুড়েছি চার হাত।

সারা জীবন দিয়েই গেছি, তবু ইচ্ছের নেই শেষ;

হাতের কাছে সব কিছু পেয়ে সুখেই আছো বেশ।

চেষ্টা করে একটু যদি কাজ কর্ম করো,

প্রকৃতি দেবে উজাড় করে, শান্তির নীড় গড়ো।

বসে খেলে আরামপ্রিয় শরীরটাকে দিয়ে,

পারবে না তুমি ওপরে উঠতে, সংসারে সিঁড়ি বেয়ে।

আমার কাছে আলাদিনের আশ্চর্য্য প্রদীপ নেই,

চোখের পলকে চাহিদা পূরণ হবে না সম্ভবেই।

গল্পের ওই দৈত্যের মতো সকল মুশকিল আসান,

স্বপ্নে তুমি পেতেই পারো, বাস্তবে নেই স্থান।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy