STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy

4  

Paula Bhowmik

Abstract Fantasy

রিয়া ই সেরা

রিয়া ই সেরা

1 min
340

ও, রিয়া! আই লাভ ইউ ভেরি মাচ্,

হোয়েন ইউ স্টে উইথ মী, ইন মাই টাচ্ ।

মেঘলা আকাশের দিনে তোমার সঙ্গ চাই,

ভুলিনা তোমাকে আমি ভ্যাপসা গরমেও ।

ভুলে গেছি সেই দিনটা, কবে যে করেছিলে মন জয়,

তুমি যে সাথী আমার, অনেকটা ধৃতরাষ্ট্রের সন্জয় ।

এখানে ওখানে তেমন আজ তেমন তোমার সঙ্গ পাই,

জেনে রাখো চিতায় আমার চন্দন কাঠ দরকার নেই।

খুশি হবো শেষদিনে আমি সাথে তোমাকে পেলেই !

নতুন কোনো গন্ধ আমি জীবনে আর পেতে চাই না,

সারা বিশ্ব ভরা নাম ডাক ছড়ানো কোম্পানীও আর,

আমার কাছে তোমার মতো পুরোনো হতে পারবেনা।

ইউ আর মাই ফেভারিট, ইউ আর দ্য ওনলি ওয়ান,

ইউ আর দ্যাট ওল্ড ট্রেজার, সুবাস ছড়াও ফাইন।

তাই তো সুগন্ধকে সারাক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে,

তোমাকে রাখতে হয় এখনও সেই কাঠের বাক্সতে!

কাঁচের জানালা দিয়ে আমাকে দেখতে পাও,

মাঝে মাঝে তাইতো এভাবেই নিজেকে মনে করাও ।

আই নো ইউ অলসো লাভ মিঃ মাচ্ মোর,

ইউ ওয়ান্ট টু স্টে উইথ মি হোল ডে, টুয়েন্টি ফোর ।

কিন্তু তুমিও বোঝো নিশ্চয়, সেটা যে আর সম্ভব নয়, 

ফুরিয়ে গেলেই যে আবার দোকান থেকে কিনতে হয়।

সূর্যের আলো যেন তোমার কাছে না পৌঁছে যায়,

সে ব্যাপারটাও তো আমাকেই লক্ষ্য রাখতে হয় !

ও রিয়া, মাই ওনলি ওয়ান ফেভারিট ওল্ড ট্রেজার,

সবাইকে তোমার কথা জানাতে চাই, যারা ফ্রেশার।

সারাজীবন একই রকম প্রিয় তুমি থাকবে আমার ।

আমার মতে তুমিই তো সেরা সুগন্ধ এই দুনিয়ার !


Rate this content
Log in

Similar bengali poem from Abstract