আমার গল্প
আমার গল্প
একদিন, নিজের মনের দুয়ারে শব্দ করে
প্রশ্ন করলাম - ভালবাসা কি ?
মন বলল, ওহে উত্তর প্রার্থী -
ভালবাসা কি কোন শব্দ ?
আমি বললাম, শোনো আমার মন –
ভালবাসার নামে মানুষ অন্ধ প্রায়…
হাসিল মন , রসিকতা করে বলল-
ভালবাসা শব্দের ঠিকানা কোথায় ?
আমি বললাম- অন্তরে, বুকে,
বুকের মাঝে যেথা হৃদয় থাকে…
হা হা করে হেঁসে মন বলল-
এত সব শব্দ তুমি পেলে কোত্থেকে ?
বললাম কেন ?
তোমার রাজ্যে কি অন্তর নেই ?
বুকের মাঝে রয়েছে যে হৃদয়,
তোমার রাজ্যে কি এর বিশ্বাস নেই ?
মন বলল, আমি ক্ষুধা পেলে খাদ্য চাই,
মোহ দেখিলে, তাকে জয় করতে চাই…
ভোগের পরই সেই মোহ ভুলে যাই,
আর পথ চলি নতুন মোহের আশায় !!
আমি বললাম, লজ্জা দিলে হে মন !
মন বলিল- বন্ধ কর, হয়েছে তো অনেক…
আবারও বললাম, লজ্জা দিলে হে মন !
আবারও শুনলাম- বন্ধ কর, হয়েছে অনেক…
আমি হতবাক, কিছুটা নির্বাক…
নিশ্চুপে চেয়ে থাকি মনের দিকে!
কিংকর্তব্য বিমূঢ় যেন,
মনে হলো আজ চেয়ে চারিদিকে…

