আমার অঙ্গীকার
আমার অঙ্গীকার
দুয়ার দিয়েছি খুলে, এসো মোর বাহুডোরে,
যত বাধা যত দ্বিধা সব আজ নিক্ষেপিত করো দূরে।
নবজন্ম নব প্রাণের তরে আশিস ঢেলে,
নব দিগন্ত উন্মোচিত করো, স্নেহ দাও মেলে।
ক্ষুদ্র প্রাণ ক্ষুদ্র আশা নবজন্মের দূত,
শঙ্কা নয় আমরা আছি ভবিষ্যৎ বা ভূত।
দুহাত মেলে আগলে আছি, তোমার দেহ মন,
সঙ্গে আছি পাশে আছি শ্বাস আছে যতক্ষণ।
উমা হোক বা অন্য সহোদর সবাই থাকুক সুখে,
শত আঁধার পেরিয়ে রবির কিরণ পড়ুক তোমার মুখে।
কর্তব্যের হিসেব খাতায় সবটুকু থাক লেখা,
নতুন দূতের আগমনে নতুন কিছু শেখা।
বছর ভরা যন্ত্রণার শেষে নব দিগন্তের আগমন,
রাখবো মোরা সাজিয়ে তাকে প্রতিক্ষণ চিরন্তন।
যতদিন এই থাকবে ধরা, থাকবে চন্দ্র সূর্য,
রাখবো মোরা তোমায় ঘিরে ভালোবাসার প্রাচুর্য।
রাখবো তোমায় আগলে বুকে - এই হোক মোর অঙ্গীকার,
সব পুরুষের কর্তব্য খাতায় এই শপথই দরকার।