STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

আমার আমিকে পেয়ে

আমার আমিকে পেয়ে

1 min
294

  আমার আমিকে পেয়ে   (Prompt- 11)

মানিক চন্দ্র গোস্বামী


মানবিকতার বোধোদয়ের টানাপোড়েনের মাঝে,

খুঁজে পেলাম আমার আমিকে নিজে।

প্রাধান্য দিলাম ব্যক্তি সত্ত্বাটিকে,

অন্তর মাঝে দেখতে পেলাম চেনা মানুষটিকে।

হয়তো বলবে আমিই স্বার্থপর,

নিজের আখের গোছাতেই তৎপর।

বলতেই পারো আমাকে অহংকারী,

জীবনের ঘাটে ডুবিও না খেয়াতরী।


রয়েছি আমি ব্যস্ত নিজেকে নিয়ে,

ক্ষুন্ন হইনা শ্লেষের কাঁটার ঘায়ে।

আমার চেতনা আলোকে দীপ্তিময়,

চিন্তাধারায় নিপুন বিকাশ পাই।

ন্যায় অন্যায় বিচার বোধের গুনে,

পাপ পুণ্যের মাপকাঠি খুঁজি জটিল বিশ্লেষণে।

কাননে, কুসুমে সরলতা খুঁজে পেয়ে,

বিনয়ী, নম্র স্বভাবে দিয়েছি ঠাঁইয়ে।

মানুষের চোখে কষ্টের রূপ দেখি,

দারিদ্রের মাঝে সুখের চিত্র আঁকি।

সামনে পাওয়া শাশ্বত সৃষ্টির উল্লাস,

মুগ্ধ চোখে অনুধাবনের নির্মল প্রয়াস।

প্রকৃতির যত রূপ, রস, নির্যাস,

আমার আমির প্রাণে আনে অভিলাষ।

 

অসীম প্রচেষ্টা অদম্য মনের জোরে,

প্রশান্তি ছুঁয়ে দেখেছি নিশিভোরে।

রুক্ষ, কঠোর আবরণে ঢাকা বিশাল যুবক মন,

ভালোবাসার সোহাগ ছড়ায়ে করিছে আলিঙ্গন।

সজীব, সতেজ, স্নিগ্ধ মনটি সততার অনুগামী,

বড্ড বেশি ভালোবেসেছি আমার আমিকে আমি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics