আমাদের গল্প
আমাদের গল্প
তপ্ত শ্বাসে হালকা হলে হাওয়া ;
সাগর বারি শুকিয়ে হয় কাঠ ,
তারি স্রোতে জীবন তরী বাওয়া ;
রসের স্বাদ পায় শুকনা মাঠ ।
চোত বোশেখে ফুরিয়ে এলে দম ;
জীব জন্তুর উঠলে নাভী শ্বাস ,
বৃষ্টি ধারার আশা বড়ই কম ;
তার সাথেই তো আমার সহবাস।
নতুন করে বলার কিছুই নেই;
ঝড় উঠেছে এখন ঈশান কোণে,
হলকা বাতাস ফুরিয়ে এল যেই ;
প্রেম জেগেছে তোমার আমার মনে ।
মেঘ জমেছে দূরের আকাশ পারে ;
বৃষ্টি নাহোক ঝড় তো উঠবেই ,
প্রেমের খোঁচা পড়লে বুকের ধারে ;
বৃষ্টি ছাড়াই ফুল তো ফুটবেই ।
শুরু হবে কথা পথে চলার ;
শুরু হবে দুই চারটে গল্প ,
নতুন করে নেইতো কিছু বলার ;
ভিজুক মাটি অশ্রু জলে অল্প ।
ঠাণ্ডা হবে মনের যত ক্ষোভ ;
অল্প করে শীতল হবে ধরা ,
মদ,মোহ, মাৎসর্য্য, ক্রোধ, লোভ,
খাক হবে আসে যদি খরা ।
এই আমাদের গল্প হল শেষ ;
নটে গাছটি মুড়িয়ে গেল হঠাৎ ,
জয় করেছি সকল রাগ দ্বেষ !
তোর সাথে এ'টুকুই যা তবাৎ ।

