আলিঙ্গন
আলিঙ্গন


আমার ছিল মস্ত আকাশ
হলদে রঙের ঘুড়ি
অবসরের সোহাগ সেটাই
মনখারাপের জুড়ি
লাটাই হাতে গল্প লিখি
দুরন্ত রূপকথা
উড়িয়ে ঘুড়ি তড়বড়িয়ে
একান্ত চুপকথা
কোত্থেকে এক মেঘের পরী
ঈশান কোণে ঘর
ঘুড়ির সাথে দুরন্ত প্রেম
গোপন সয়ম্বর
পাই নি খবর মাটির থেকে
কেমন করে কী যে
হঠাৎ দেখি আমার ঘুড়ি
সোহাগ মেখে ভিজে
চমকে উঠে একনজরে
হারায় সুতোর খেই
হাতের নাগাল পেরিয়ে গেল
ধরতে গেছি যেই
হারিয়ে গেছে আমার ঘুড়ি
মেঘের কল্পলোকে
জড়িয়ে আছি নিঃস্ব লাটাই
নামকরণের ঝোঁকে।