আকাশ ছোঁয়ার স্বপ্ন
আকাশ ছোঁয়ার স্বপ্ন


অনন্ত আকাশ জুড়ে তারার মতো সাজানো স্বপ্নমালা
সমস্ত হৃদয় হেমন্তের মাঠের মতো শষ্যশ্যামলা।
আমি তো রোজ স্বপ্ন আঁকি, হাজারো তারার জন্ম দেখি!
মনের মধ্যে মন,আলোর মাঝে আলো,
জন্মান্তরের গল্প শুনি কৃষ্ণগহ্বর কালো।
আকাশ ছোঁয়ার স্বপ্ন প্রতি রাতে, স্বপ্ন আমার হাতে
আমি তো পাথর কেটে লাঙল চষে অন্ন রেখেছি সাথে।
তুলা তুলে বুনেছি কাপড়, মাটির মধ্যে রেখেছি চাকা
গড়েছি পুতুল, হাতুড়ির ঘায়ে বানাবো নোয়ার নৌকা।
আমি তো রোজ স্বপ্ন আঁকি, হাজারো তারার জন্ম দেখি!