আজ একটা দিন
আজ একটা দিন


আজ একটা দিন খুব ইচ্ছে করছে জানো,
একসাথে হাত ধরে বৃষ্টিতে ভিজতে।
আকাশ ছাপিয়ে নামুক সেই অবিরাম,
রিমঝিম বৃষ্টি,
মুছিয়ে দিক শীর্ণকায় গাছের বোবা কান্না...
আজ একটা দিন খুব ইচ্ছে করছে জানো,
তোমার সাথে গলা মিলিয়ে গাইতে।
তানপুরাটার ছেঁড়া তারখানি জুড়ে দিয়ে
আবার নতুন সুর বাঁধতে।
সেই সুর সূচনা করুক নতুন মল্লার...
আজ একটা দিন খুব ইচ্ছে করছে জানো,
প্রেমের জোয়ারে ভাসতে।
ভেসে যাক সেই জোয়ারে , যত সাংসারিকতা,
নৈমিত্তিকতা,হিসেবীর দক্ষ হিসেব।
আজ শুধু ফুল ফুটুক,প্রজাপতির টানে...