আহ্লাদি মেয়ের বায়না
আহ্লাদি মেয়ের বায়না
আহ্লাদি মেয়ে করেছে বায়না,
বাবা আমায় এনে দাও মিষ্টি একটা ময়না।
সে হবে আমার একাকীত্বের সাথী,
খেলবো আমি ওর সাথে দিবা-রাতি।
আমি রাখবোনা তাকে লোহার খাঁচাতে,
যখন খুশি উড়তে পারবে সে নীল আকাশেতে।
এদিক ওদিক উড়ে সে বেড়াবে,
দেখবে সে পৃথিবী নিজের মতন করে।
যা সে চাইবে দেবো আমি খেতে,
রাখবো এত যতনে পারবেনা সে আমায় ছেড়ে যেতে।
দিনের শেষে রাত্রি এলে সে বলবে আমায় হেসে,
ঘুমাও এবার, আহ্লাদি মেয়ে আমার কাছে এসে।
