আগুনের পরশমণি
আগুনের পরশমণি
আজ আমার অন্তর হতে নির্গত
হচ্ছে হাজার হাজার স্ফুলিঙ্গ,
যার তীব্র তাপদাহে পুড়ে চলেছে
আমার মনন,
কিন্তু এর থেকে নেই বাঁচার
কোনো রাস্তা!
আমি নিজেই বেছে নিয়েছি
আমার মরন,
সহ্য করতে করতে আজ
সব ধৈর্যের বাঁধ গেছে ভেঙ্গে,
তুষের আগুন আজ তাই রূপ
নিয়েছে দাবানলের,
চোখ জুড়ে হচ্ছেনা আর
শ্রাবনের প্রবল বর্ষন,
হৃদয়ে এখন হয়ে চলেছে
তীব্র রক্তক্ষরন,
মনের স্বচ্ছ আকাশ আজ
ঢেকে গেছে বিশ্বাসঘাতকতার
কালো ধোঁয়ায়,
দম হয়ে আসছে বন্ধ
মন হাতড়ে বেড়াচ্ছে একমুঠো
মুক্তির বাতাস,
বাতাসও যেন ছড়াচ্ছে
বিষাক্ত বিষ চারিদিকে,
মন তাই পুড়ে মরছে শীতল
ভালোবাসার পথ হাতড়ে,
মন বাগান হয়েছে বিশ্বাসের
আবর্জনা দিয়ে ঘেরা এক ধ্বংসস্তূপ
ভালোবাসা আজ হেরে গেছে
দেখা মিলেছে স্বার্থপরতার
এক কদর্য রূপ,
যা কোমল মনকে এক নিমেষে
করেছে কঠিন,
নিষ্ঠুর এই দুনিয়ায়
ভালোবাসা বড়ই মূল্যহীন|
