আগুন
আগুন


ঘুম জড়ানো শীতের সকাল,
নগ্ন পায়ে বরফ ছোঁয়া।
রাত্রি গুলোও ঘুম কেড়ে নেয়
জঠোর মাঝে আগুন বয় !!
খিদের আগুন পেট জ্বলে যায়
শরীর আরো শীতল হয় ।
তপ্ত হতে জ্বালাবে আগুন?
আগুন জ্বালার রসদ কই ??
এই দেশ ও যে, জয় করেছে
আকাশ, সেতো অনেক কাল ---
গগনভেদী রকেট চলে
সীমান্তে তার সৈন্য দল ।
বাজির আলোয় উৎসব হয়
ধোঁয়ায় ঢাকে দিগন্ত--
পেটের আগুন বইছে যারা
বইবে বোধহয় অনন্ত-----!!!