Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

আবিরের রঙ লাল

আবিরের রঙ লাল

1 min
216



ফাগুন মাসের পূর্ণিমা তিথি রঙের ছোঁয়ায় লাল,

রাঙা পলাশ আর কৃষ্ণচূড়া মেলায় ছন্দ, তাল |

রঙের হোলি খেলছে কানাই, লজ্জায় রাঙা রাই;

রঙিন পরশ শরীর ভেদিয়া মনেতে নিয়াছে ঠাঁই |

পিচকারি হাতে শ্যামের ইচ্ছে অপূর্ণ কেন তবে,

সোনার বরণ রাধিকার রূপে উতলা হয়ে কি রবে |


নব্য যুগের শ্যামের চোখে রাধিকা পণ্য ভোগের,

কাম, ক্রোধ আর লোলুপতায় জায়গা নিয়েছে প্রেমের |

অবলা বালার সম্ভ্রম হানি লোলুপ চাহিদায়,

প্রেম, ভালোবাসা নিপাত গিয়াছে শরীরের কামনায় |


কলি যুগের শ্যামের হাতটি রক্তে রাঙা লাল,

রাজনীতিতে বিরোধীকে মেরে মেটায় মনের ঝাল |

পলাশের বুকে বিঁধে গেছে তীর, আবিরের রঙ লাল;

কৃষ্ণচূড়ার চূড়ার লালিমা মাটিতে মিশেছে কাল |

মারামারি আর হানাহানি দেখি নিত্য দিনের দোল,

কেউ কাওকে আপন মানেনা, মৃত্যুতে বাজে ঢোল |

হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব, ক্রূরতায় বাড়ে মান ;

স্বার্থান্বেষী মানুষের হাতে তুচ্ছ প্রাণের টান |

ফাগের দানায় সান্ধ্যকালীন সিঁদুর রাঙা মেঘ,

ঘর পুড়েছে যাদের তারা কোথায় জানাবে ক্ষেদ |

হরিৎ তৃণের বুকের মাঝে শুখায় রক্তরেখা,

নিন্দে, মন্দ সব আছে দোলে, নাই ভালোবাসার দেখা |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract