STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

আবার সেই দোল

আবার সেই দোল

1 min
719


আমাকে দেখে তুমি ছুটে গিয়ে চিলেকোঠায় খিল তুলেছিলে

আমি তো রং-চং মেখে তখন ভূত

যত বলি রং নয় রে, লাল আবীর

তুমি তোমার সেই একই--- না না না।

তার পর দিব্যি কাটাকাটি

তুমি বলেছিলে, তা হলে একগাদা নয়, একটুখানি।

মনে পড়ে?

সেই চৈত্রে আবীরের ছলে তোমাকে সিঁদুর পরিয়েছিলাম।


বোনের মুখে এ কথা জানতে পেরে

পুকুরের পাড়ে বসে তুমি খুব কেঁদেছিলে

আমিও ভয়ে আর ও-মুখো হইনি

মাসির বাড়ি সেই আমার শেষ যাওয়া।


এত দিন বাদে এই সে দিন শুনলাম

ওই ঘটনার পর তুমিও নাকি আর কারও সিঁদুর নাওনি সিঁথিতে

সত্যি?


আবার তো সেই চৈত্র মাস

আবার সেই দোল

আসব?

সেই সে দিনের মতো? 


Rate this content
Log in

Similar bengali poem from Classics