STORYMIRROR

Kanij Fatema

Tragedy Inspirational

3  

Kanij Fatema

Tragedy Inspirational

খেলাধুলার একাল সেকাল

খেলাধুলার একাল সেকাল

1 min
173

বিধিলিপি তে আজ ফুরিয়ে এসেছে বেলা 

জীবন নামের এই নদীতে চলে বিধির খেলা।

দেখিনু,সেদিন বিকেলে 

কোমলমতি শিশুগুলো বাঁধা এক শিকলে।

পুরো শহর জুড়ে নেই কোনো খেলার মাঠ

রাতদিন জুড়ে কেবলই পাঠ আর পাঠ।

অবসর সময়ে খেলা দেখে টিভি আর ফোনে,

অবিদিত পৃথিবীর সৌন্দর্য– নাহি তারা জানে।

মনে পড়ে যায় শৈশবের রঙিন স্মৃতি 

পাঠশালে পড়ার সময়ও খেলায় ছিল মতি।

বাড়ি ফিরে গিয়েই খেলার মাঠে ছুটেছি আবার 

কানামাছি, গোল্লাছুট,ছোঁয়াছুঁয়ি– কত নাম খেলার।

কখনো ঝিলের ধারে শামুক কুড়িয়ে 

বেলা যেত পেরিয়ে।

নবীন এই প্রজন্মের কথা ভাবি যখন 

তাদের জীবনে আসেনি এমন রঙিন ক্ষন।

বদ্ধঘরে যেন তারা গুমরে মরে,

 হয়ত একাকিত্ব এসে তাদের ঘিরে ধরে। 

সময় এসেছে আজ তাই–নিতে হবে ভার

শিশুদের উন্মুক্ত প্রাঙ্গনে খেলার সুযোগ দিবার।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy