পৃথিবী গড়াই
পৃথিবী গড়াই
কত কিছুই দেখলাম আর কত কিছুই দেখব,
কত কিছুই শিখলাম আর কত কিছুই শিখব।
চলছে জীবন কোনমতে হচ্ছে কত ভুল,
পাচ্ছি দুঃখ এই জগতে দিচ্ছি ভুলের মাশুল।
নতুন নতুন অপরাধ মিলছে দিকে দিকে,
নতুন নতুন কতইনা রোগে রোগী হচ্ছে ফিকে।
নতুন নতুন কত আইন দেখতে আরো হবে,
নতুন নতুন কতই ঔষধ পাচ্ছি মোরা ভবে।
হানাহানি কানাকানি করতে হবে বন্ধ,
জেনে শুনেও অসৎ কেন হয়েছ কি অন্ধ?
ভালো কাজ করতে গিয়ে কেন কর লাজ?
বিশ্বটা তোমার আমার চলো সৎ পথে করি কাজ।
নতুন দিনের নতুন আশা বাঁচতে মোরা চাই,
চলো ভালোবাসা দিয়ে এই পৃথিবী গড়াই।
