বাবা এক নায়ক
বাবা এক নায়ক
ছাতা হয়ে আছো ঠিক তুমি,
কি রোদ, কি বর্ষা, কি বা শীত।
আগলে আছো সংসার ভূমি,
চলছে তোমার জন্যে জীবন গীত।
বাঁচিয়ে রাখো ঠিক তুমি,
নিজেকে আহুতি দাও হাসি মুখে।
সামলে রাখো সংসার ভূমি,
বইছে তোমার কারণে জীবন সুখে।
দাঁড়িয়ে থাকো ঠিক তুমি,
পরিবার বেঁধেছো আস্থা বিশ্বাস দৃঢ় বন্ধনে।
আগলে থাকো, তোমার চরণ নমি,
একাই লড়ছো কঠিন এই জীবন অঙ্গনে।

