STORYMIRROR

Manik Goswami

Classics

4  

Manik Goswami

Classics

ভূত দেখা

ভূত দেখা

1 min
256

Nov.- 9  Horror  Team - A


ভূত দেখা

মানিক চন্দ্র গোস্বামী


রাতের বেলা গ্রামের পথে, গভীর আঁধার মাঝে,

চোখের দৃষ্টি থমকে থামে, কে দুলছে সামনে গাছে ?

শুনেছি নাকি শাকচুন্নি শ্যাওড়া গাছে বসে,

পা দুলিয়ে আরাম করে দিনের কাজের শেষে।

গাছের নিচে যে আসে তার ঘাড় মটকে ধরে,

শরীরের সব রক্তটুকু নিমেষে শোষণ করে।

নিজেকে নিয়ে গর্ব করি, সাহস একটু বেশি,

ভয় পাই না ভূতকে মোটেই, শক্ত আমার পেশী।

গ্রামের পথটা আঁধার বড়, শহরের মতো নয়,

অন্ধকারে হাঁটতে গিয়ে গা ছম ছম হয়।

পটলা আছে সাথে আমার, মস্ত ভীতুর ডিম,

গাছের পাতায় দোলন দেখে হাড় হয়ে যায় হিম।

হঠাৎ আজব শব্দ আসে থমথমে পরিবেশে,

পটলা দেখি ছুট লাগলো হঠাৎ উর্দ্ধশ্বাসে।

আমি এখন কি যে করি, সামনে যাবো কি আর ?

পেছন ফিরে দেখতে গেলে ভেঙে দেয় যদি ঘাড়।

কতক্ষন যে দাঁড়িয়ে ছিলাম মনে তো পড়ে না কিছু,

হঠাৎ পিঠে হাত পড়তেই চমকে ছুটি পিছু।

কে যেন দেখি চেঁচিয়ে বলে,'ছুটিস কোথা বাপু ?

চেনা গলার আওয়াজ শুনে ভরসা পেলো বপু।

বলাই কাকা হাতটি ধরে ঘরে আনেন টেনে,

আমি নাকি দাঁড়িয়ে ছিলাম বাঁশ বাগানের কোণে।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Classics