বৃত্তের সুখ
বৃত্তের সুখ
প্রত্যাশার ফানুস যতই মণিমুক্ত দিয়ে ভর,
ও তোমার মিথ্যে আয়োজন,
সীমাবদ্ধ সোপান কেড়েছে তোমার সুখ,
নিশ্চিন্ত ঘুম, কেড়েছে ভালোবাসা,
ফিরে দেখ তোমার প্রথম ধাপ,
সেখানে তোমার সামান্য আয়োজনে,
ছিল বন্ধু, ছিল ভালোবাসা,
রঙিন ফাঁদের বেঘোরে মৃত্যু,
সে তো একটা পশুর-ও মেলে শিকারে,
ফেরো জীবনে, ফেরো নদীর কাছে,
ফেরো এক চিলতে রোদ্দুরের কাছে,
খুঁজে নাও নিভৃতে আমার আমিকে,
গাছের তলায় চুঁয়ে পড়া বৃষ্টিতে ভিজে,
ফিরে পাও তোমার শৈশব-কৈশোরের আনন্দ,
একটা নিটোল সুখের বৃত্তের মধ্যে।
