www র ফাঁদে
www র ফাঁদে
কালাম ড্রাইভ করতে করতে গজেন্দ্র বাবুর সাথে নানান ধরনের গল্প করতে লাগল । আমিও হাবাগোবা সেজে পিছনে বসে আছি চুপচাপ । কালাম প্রসঙ্গত একবার বাবলির প্রসঙ্গটাও টেনে আনলো । কালাম বললো , তা গজেন্দ্র বাবু খবরে খুব দেখছি , ইন্টারনেটে ও আপনার কারখানার একটি মেয়ের নামে অনেক কিছু বলছে । মেয়েটির নাম বাবলি , সে নাকি নারী পাচারে যুক্ত ?
গজেন্দ্র বাবু বিচ্ছিরি হেসে বললেন , আরে ধুর মশাই ... বাবলির কথা ছাড়ুন । মেয়েটা সেরাতে বাড়ি যাবার পথে আমাদের মিনি ট্রাকটা দেখে ফেলে লোডেড মেয়ে সহ । আর কি আমি ওকেও তুলে ফেলি আর রটিয়ে দেওয়া হয় ও নারী পাচারে যুক্ত এবং যত মেয়ে অপহরণ হয়েছে সবেই বাবলির হাত আছে । গরীবকে অপরাধী প্রমান করা খুব সোজা ।
পিছনের সিটে বসে লোকটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে । মনে মনে বললাম চল গজেন্দ্র গজানন তোর জারিজুরি আজই শেষ ।
লোকটার কালামকে সহজেই বিশ্বাস হয়ে গেছে । সস্তায় একটা মেয়ে তুলতে গিয়ে ব্যাটা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে । নিজের চটা জামাটাকেও ধন্যবাদ দেব কারণ ওটার জন্য কিন্তু গজেন্দ্রর বিশ্বাস দ্বিগুন হয়েছে । গজেন্দ্র কালামকে জানালো আমতা পৌঁছে গজেন্দ্র কালামকে টাকাটা দিয়ে দেবে । কালাম এমন করে গজেন্দ্রকে ইশারা করে চুপ করতে বললো যেন আমি কথা গুলো শুনলে ভয় পেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে দেব । গজেন্দ্র ও কালামের ইশারায় স্পিকটি নট হয়ে গেল । কালাম নাটকটা জামাতে গজেন্দ্রকে বললো , এই যে বাংলাদেশের দিদিকে নিয়ে আপনার সাথে যাচ্ছি কাজে । কাজ হয়ে গেলেই আমি দিদিকে নিয়ে রওনা দেব বর্ডারের দিকে । সব ব্যবস্থা হয়ে গেছে দিদিকে ফেরানোর ।
গজেন্দ্র ভাবলো কালাম আমাকে ভুজুং ভাজুং দিলো । ও হে হে করে গেল । আমিও একটু ন্যাকামি করে বললাম , কালাম ভাই নারী পাচার টাচার কি শুনছি ?
গজেন্দ্র তাড়াতাড়ি বললো , ভয় নেই .. আমার আপাতত তোমাকে নিয়ে এ ধরণের কোন প্ল্যান নেই ।
আমরা আমতা পৌঁছে গেলাম । একটা শুনশান জায়গাতে রয়েছে গোডাউনটা । কালাম আমাকে নিয়ে গজেন্দ্রর সাথে গুদামের দিকে এগিয়ে গেল । ভিতরে ঢুকে প্ল্যান মত আমাকে কালাম ঠেলে দিল গজেন্দ্রর দিকে । আমি ভয় পাবার অভিনয় করলাম । আমাকে ছেড়ে দাও ... কালাম ভাই তুমি বেইমান .. এসব বলে হাত পা ছুঁড়ে অভিনয় করতে লাগলাম সিনেমার নায়িকার মত । আমাকে গুদামের ভিতরের একটা রুমে ঢুকিয়ে দিয়ে কালামকে নিয়ে গজেন্দ্র বেরিয়ে গেল । আমি এবার এদিক ওদিক দেখতে শুরু করলাম । জনা আটেক মেয়েকে রেখেছে এরা এই ঘুপচি ঘরটাতে । একটু পিছনের দিকে মাথা নিচু করে বসে আছে যে তাকে চিনতে অসুবিধা হলো না আমার । এর জন্যই তো হাবলদার বন্যা আইচ রাতারাতি গোয়েন্দা হয়ে উঠেছে । বাবলি মাথা নিচু করে বসে আছে চুপচাপ । আমি এগিয়ে গিয়ে বসলাম বাবলির পাশে । ওর গায়ে হাত রাখতেই মুখ তুলে তাকালো বাবলি । আমাকে দেখে চমকে উঠলো , আমাকে এখানে ও হয়ত আশাই করেনি । বাবলি এক চোখ ভয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো , তুমি এখানে বন্যা ?
আমি বাবলিকে বললাম ভয়ের কিছু নেই । সব কিছু ঠিক হয়ে যাবে । যতই আমি হাবলদার হই তবুও পুলিশ তো ... তাই হয়ত বাবলি একটু ভরসা পেল । আমরা আসল চাইলে যেমনটা প্ল্যান ছিল তেমন ভাবে রেড করে এই মেয়ে গুলোকে উদ্ধার করতে পারতাম কিন্তু এতে আসল মাথাকে ধরা যেত না । আবার বাবলিকে নির্দোষ প্রমান করার একটা ব্যাপার থাকত । এদের লোকেরা বাবলিকে তুলে এনেছে এবং বাবলির বাবাকে হুমকি দিয়ে এসেছে যাতে মেয়ের নামে অপবাদ শুনেও উনি মুখ না খোলেন। এই শয়তান গুলো এমন এলিমেন্ট দিয়ে হেয়ার অয়েল বানাচ্ছে যেগুলোর কারণে স্কিন ক্যানসার হবার চান্স বেড়ে যায় বহুগুণ । পরচুলা বানাতে চুলের চাহিদা মেটাতে মেয়েদের তুলে এনেছে । এরপর এদের অর্গ্যান বেচেও লাভ করার প্ল্যান কষেছে । গজেন্দ্রর বিরুদ্ধে এমন ভাবে প্রুফ কালেক্ট করা হয়েছে যে ব্যাটা কিছুতেই বাঁচতে পাবে না । নন বেলেবল কেস যাবে গজেন্দ্রর বিরুদ্ধে । গজেন্দ্র সেই ধরণের কার্যক্রম পরিচালনা করছে যে অপরাধ সমুহ সংগঠিত হলে পরে পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে, ১৫৪ ধারায় এজহার রুজুর মাধ্যমে মামলা করতে পারে, ১৫৬ ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত পরিচালনা করতে পারে । এবার কোন ভাবেই গজেন্দ্র গরীব মানুষের মাথায় অপরাধের বোঝা চাপিয়ে মুক্ত হতে পারবে না । কালামের কাজ চারদিকের সিকিউরিটি সিস্টেম দেখেবুঝে এবার টিমকে এলার্ট করবে ।
প্রত্যেকটি মেয়েকে নিয়ে আমি রেডি হয়ে যাই । কালাম স্যার বাইরে গিয়ে গজেন্দ্রর কাছে টাকা নেবার ছুতোয় চারদিক দেখে নেয় । মোটামুটি আর্মস নিয়ে পাঁচটা ছেলে আছে এবং তারা কিন্তু আরামসে মদের আসর নিয়ে বসে আছে । কালাম মনে মনে ফেঁদে নেয় এই পাঁচটা মাতালকে ও একাই দেখে নিতে পারবে । বন্যা ও মেয়েদের সেফ করে বের করে আনবে । গজেন্দ্রর চোখে ধুলো দিয়ে ওর পকেট থেকে মেয়েদের ঘরটার চাবি ওখানেই ফেলে এসেছে কালাম । বন্যা সেটা নোটিশ করেছে । এখন কালামের ইশারার অপেক্ষা বন্যা চাবি খুলে মেয়েদের বের করে আনবে ।
