তুই আর আমি
তুই আর আমি
চল সোনা, আজ দু'জনে মিলে খুব মজা করবো।
ফুচকা খাবো, আইসক্রিম খাবো, তারপর নিক্কোপার্কে যাবো। ওখানে সব রাইডে চড়বো আমরা কেমন? আজ তো তোর ছুটির দিন, তাই পড়াশোনাতেও আজ পুরো ছুটি।
ওহো, প্ল্যানিংটা শেষ হয় নি তো পুরোটা এখনো, এর মধ্যে আবার কে যে ফোন করলো! ফোনটা ধরেই আমার যেন ঘোর কাটলো। তুই বললি, "হ্যাপি মাদার্স ডে মাম!"
ওও, তাই তো, এতক্ষণ পুরোনো অ্যালবামে ডুবে তোর সাথে কত কথাই না বলছিলাম। ভুলেই গেছিলাম যে পৃথিবীর অপরপ্রান্তে, অন্য গোলার্ধে, নিজের কাজের দুনিয়ায় তুই মগ্ন। আর পৃথিবীর এপ্রান্তে আমি তোর ফোনের অপেক্ষায় আছি স্মৃতির পাতাগুলো নাড়াচাড়া করতে করতে।
অপেক্ষা, এক অনন্ত অপেক্ষায় আমি একা, ওল্ড এজ হোমের আট ফুট বাই সাত ফুটের অপরিসর ঘরটাতে।