স্মৃতির আড়ালে
স্মৃতির আড়ালে
একটা ছেলে হাতে গিটার নিয়ে বসে আছে আর মুখে লেগে আছে হাসি; হঠাৎ একটা মেয়ে এসে বলল,
- দাভাই তুই কি ব্যাস্ত আছিস!! (মেয়েটি)
- আরে মেহু তুই আয় ভেতরে আয়, আর নানা আমি ব্যাস্ত না বল কি বলবি!! (ছেলেটি)
পরিচয় করাই মেয়েটি যে মানে মেহু অর্থাৎ মোহনা সেন আর ছেলেটি হলো মেহুর দাভাই সৌরভ সেন।
- দাভাই তোকে কিছু দেখানোর আছে!! (মোহনা)
- কি দেখাবি দেখি!! (সৌরভ)
মোহনা ফোনটা এগিয়ে দিল সৌরভের দিকে এদিকে সৌরভ ফোনের দিকে তাকিয়ে যা দেখল তাতে আর কিছু বলার ক্ষমতা ছিল না। এখানে দেখাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে ঘনিষ্ঠ ভাবে রয়েছে!! সৌরভ মোহনার দিকে তাকিয়ে বলল,
- মে..মেহু এ..এটা ঋ..ঋতু ওর সাথে এ..এটা,,,,মেহু বল না!! (সৌরভ)
- দাভাই ঋতু তোকে ঠকিয়েছে ও তোকে কোনো দিন ভালোবাসেনি শুধু টাইম পাস করেছে আর কিছু না! (মোহনা)
- নানা এটা হতে পারে না আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো! (সৌরভ)
এই বলে সৌরভ দৌড়ে চলে গেল।
(বলি ঋতু হচ্ছে ঋত্বিকা চক্রবর্তী। সৌরভ আর ঋত্বিকার একবছরের সম্পর্ক। ফেসবুক থেকে আলাপ তারপর আস্তে আস্তে ভালোবাসা যদিও ঋত্বিকাই আগে বলেছে মনের কথা। তো গল্পে ফিরি)
এদিকে,,,,,,,,
- বলো ডেকেছো কেন এখন আমাকে? (ঋত্বিকা)
সৌরভ ফটোটা দেখিয়ে বলল,
- এটা কি ঋতু এই ফটোটার মানে কি?? (সৌরভ)
- ও এটা!! এটা আমার বয়ফ্রেন্ড সৌভিক তুমি হয়তো চেনো তোমারই বন্ধু। (ঋত্বিকা)
- আর আমি!!আমি কি? আমি তোমার কে?? (সৌরভ)
- তুমি!! তুমি শুধু টাইম পাসের জন্য ছিলে আর কিছু না, তোমাকে আমি কোনো দিনই ভালোবাসিনি শুধু ইউজ করেছি আর,,,,,,
আর কিছু বলতে পারলো না তার আগে গালে একটা থাপ্পড় পরলো! হ্যাঁ সৌরভ থাপ্পড় টা মেরেছে। সৌরভ ঋত্বিকার দিকে তাকিয়ে রাগি গলায় বলল,
- এত নীচ তুমি এত বাজে!!এখন বুঝতে পারছি তোমাকে ভালোবেসে আমি খুব ভুল করেছি খুব!! আজকে পর আমি তোমার মুখ দেখতে চাই না!! তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা আই হেট ইউ!! (সৌরভ)
এই বলে সৌরভ চলে গেল। আর ঋত্বিকা ওর যাওয়ার দিকে তাকিয়ে মলিন হাসি দিল! হঠাৎ পিঠে কারোর হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখল মেহু আর সৌভিক। ঋত্বিকা মেহু কে দেখে বলল,
- থ্যাংক ইউ মেহু আমার কথা মতো তুই তোর দাভাই কে আমার নামে মিথ্যা কথা বলেছিস!
তারপর সৌভিকের দিকে তাকিয়ে বলল,
- তোমাকেও থ্যাংক ইউ সৌভিক দা আমাকে হেল্প করার জন্য তোমরা আমার খুব হেল্প করেছো! (সৌরভ)
ঋত্বিকার কথায় মেহু বলল,
- ঋতু তুই কেন আমাকে মিথ্যা কথা বলতে বললি!! তুই তো সত্যি আমার দাভাই কে ভালোবাসিস তাহলে কেন এমন করলি(মোহনা)
- সত্যি ঋত্বিকা তুমি কেন এমন করতে বললে আমাকে! তোমরা দুজন খুব খুশি ছিলে তাহলে! (সৌভিক)
ঋত্বিকা মলিন হেসে বলল,
- বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে আর বলেছে যাকে ঠিক করবে তাকেই যেন বিয়ে করি তার সাথে দিব্যি দিয়েছে!! তাই আমি চেয়েছিলাম রভ আমাকে ভুল বুঝুক আমাকে খারাপ মেয়ে ভাবুক আমাকে সারাজীবন ঘৃণা করুক তাই এটা করলাম!! (ঋত্বিকা)
- আর তোমাদের ভালোবাসা! (সৌভিক)
- হুম ঋতু তোদের ভালোবাসার কি হবে!! (মোহনা)
- ওটা নাহয় স্মৃতির আড়ালে থাক সারাজীবন!! (ঋত্বিকা)
বলতে বলতে চোখের কোন দিয়ে জল গরিয়ে পড়লো।
🌼সমাপ্ত🌼
