কালো মেয়ে🖤
কালো মেয়ে🖤
আমি কাজল! কাজল সরকার, হ্যাঁ কাজলের মতোই আমার গায়ের রং কালো, এতে অবশ্য আমার খারাপ লাগে না বরং আমি খুশি! কিন্তু আমাদের সমাজ! সমাজে কালো রঙের মানুষ মানেই হচ্ছে অপয়া, অলক্ষ্মী আরও কত কিছু। কারও সাথে কথা বলতে গেলে তার পরিবার বলে "এই ওর সাথে কথা বলা বন্ধ করে দিবি মিশবি না নাহলে তুইও কালো হয়ে যাবি, আবার কেও কেও বলে এই তোর গায়ের রং কালো কেন কিছু মাখতে পারিস না। আরে ঠাকুর আমাকে যা বানিয়ে পাঠিয়েছে সেটাই তো থাকবো। তার চেয়ে হলো আমার তো তাও গায়ের রং কালো কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মন কালো তা কোনো রঙ দিয়ে পরিষ্কার করা যাবে না!!
এই সমাজে মানুষের মন পরিষ্কার থাকা দরকার কোনো মানুষের গায়ের রং পরিষ্কার না করে ভেতরের যে মনস্তত্ব বোধ কে পরিষ্কার করা উচিৎ
🌼সমাপ্ত🌼
