ভালোবাসি💘
ভালোবাসি💘


অনেকক্ষণ ধরে একটা মেয়ে বিরক্তিকর মুখ করে সামনের দিকে তাকিয়ে আছে; আর তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে!! তা দেখে মেয়েটি রেগে গিয়ে বলল,
মেয়েটি- কিছু কি বলবি নাকি আমি চলে যাব!!
মেয়েটির কথায় ছেলেটি তাড়াতাড়ি করে বলল,
ছেলেটি- নানা ঋতু আমি বলছি তুই প্লিজ যাস না;
মেয়েটি- অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রভ এবার বল!!
আচ্ছা পরিচয় করাই যে মেয়েটি রেগে আছে সে হলো ঋত্বিকা গোস্বামী মিষ্টি মেয়ে আর ছেলেটি হলো সৌরভ সেন খুব ভালো ছেলে। ঋত্বিকা আর সৌরভ একসাথে কলেজে পড়ে। আরেকটা কথা বলি সৌরভ কিন্তু ঋত্বিকা কে মনে মনে ভালোবাসে কিন্তু মুখে বলতে ভয় পায়!! (কি ছেলে বাবা🤦♀️)
তো পরিচয় তো হলো এবার গল্পে ফিরি,,,,,,,,,,
এবার সৌরভ একটু গলা ঝেড়ে ঋত্বিকার কাছে গিয়ে ওর হাত ধরে বলল,
সৌরভ- অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারছিলাম না যদি তুই ভুল বুঝে আমার সাথে কথা না বলিস!!
ঋত্বিকা- কি কথা বল?
সৌরভ একটা লম্বা শ্বাস নিয়ে বলল,
সৌরভ- আমি তোকে ভালোবাসি ঋতু!! জানি না কবে কখন তোকে মনে মনে ভালোবেসে ফেললাম; অনেকদিন ধরে বলবো ভাবছিলাম তাই আজ সাহস করে বলেই ফেললাম!!
এই বলে সৌরভ থামল। এতক্ষণ সৌরভ ঋত্বিকার চোখে চোখ রেখে কথা গুলো বলছিল। ঋত্বিকা কে চুপ করে থাকতে দেখে সৌরভ বলল,
সৌরভ- আমি তোকে জোর করবো না, তুই আমাকে ভালোবাসতে নাই পারিস আমি তোকে ভালোবেসে যাবো!! শুধু একটাই অনুরোধ কথা বলা বন্ধ করিস না, আসছি আমি।
এই বলে পেছন ঘুরে যেতে গেলে ঋত্বিকা ওর হাত ধরে আটকায় তারপর ওকে জড়িয়ে ধরে বলে,
ঋত্বিকা- কোথায় যাচ্ছিস হ্যাঁ!!আমার উত্তর না যেনেই চলে যাচ্ছিস!!
সৌরভ- কি উত্তর দিবি!!
ঋত্বিকা- বুদ্ধু একটা নিজে ভালোবাসার কথা বলে আমার উত্তর না শুনে চলে যাচ্ছে;
সৌরভ- মানে!!
ঋত্বিকা- মানে আমিও তোকে ভালোবাসি তোর মুখ থেকে শুনবো বলে এতদিন অপেক্ষা করেছি!! ফাইনালি আজ বললি।
ঋত্বিকার কথায় সৌরভ খুশি হয়ে বলল,
সৌরভ- সত্যি বলছিস ঋতু তুইও আমাকে ভালোবাসিস!!
ঋত্বিকা- হ্যাঁ রে বদমাশ সেন ভালোবাসি তোকে।
সৌরভ- আই লাভ ইউ ঋতু!!
ঋত্বিকা- আই লাভ ইউ ২ রভ!!
আবারও একে ওপর কে জড়িয়ে ধরল।
🌼সমাপ্ত 🌼