Krishna Banerjee

Classics

4  

Krishna Banerjee

Classics

শূন্য অঙ্ক

শূন্য অঙ্ক

2 mins
385


শূন্য অঙ্ক

               ( একটি জীবনমুখী গল্প ) ০৫/০৪/২০২৩

                      কলমে - কৃষ্ণ ব‍্যানার্জী

                                   অবশেষে অবশিষ্ট বস্ত্র টুকু টেনে খুলেনিল ডোমেরা। তারপর ঘি আর চন্দনের প্রলেপ দিয়ে স্নান করিয়ে তুলে দিল একটি লোহার ট্রাম লাইনের মতো লাইনে। এর পর একটা লোক সেটাকে ঠেলে আমার দেহটা নিক্ষেপ করল অগ্নি বলয়ের মধ্যে। টানা ৪৫ মিনিট মস্তিষ্ক উপলব্দি করল যন্ত্রণা। দেহের  এক একটি শিকর যেন আগুনের তাপে দলা হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে অক্ষত রয়ে গেল দশ গ্রাম ওজনের নাভি টুকু। একদলা ছাইয়ের মধ‍্যথেকে হাতরে হাতরে সেটাকে একটা মাটির পাত্রে ভরে দিয়ে দিল আমার একান্ত আপন আমার হৃদয়ের অন্তরাত্মার যাথে যাদের সম্পর্ক তাদের হাতে। সেখান থেকে তারা সেটাকে নিয়ে জলে ভাসিয়ে ধিরে ধিরে যেযার বাড়িতে ফিরে গেল। একটি বারের জন‍্য মুখফিরিয়ে তাকিয়ে বললনা আমি ওদের এক জন। কত সহজে আমার জীবনের এতগুলো দিন শুন‍্যে পরিণত হলো।

                                   ছেলেবেলটা প্রচন্ড কষ্টের ছিলো। বাবা একটি কারখানায় কাজ করতেন বটে কিন্তু বছরের মধ্যে অর্ধেক সময় সেটা বন্ধই থাকত। তার উপর ওনার শরীর খুব একটা সুস্থ কোনদিন ছিলোনা ফলে কোনরকম খেয়ে পড়ে বেড়ে ওঠা। এতো কষ্ট হজম করেছিলাম যে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম গরীব থাকা যাবেনা। B.A পাশ করবার পর আর বই পড়ে ডিগ্রি সংগ্রহের ইচ্ছা আমার  ছিলোনা তবে পড়াশুনাকে ভালোবাসতামনা তেমনটা নয়। উপলব্দি করেছিলাম সময়ের মূল্য অনেক। ধনী হতে হবে তাই অল্প সময়ে শিখে ফেলা যাবে এমন কিছু হাতের কাজ শিখে নিজের বিজনেস শুরু করি। এবার হয়তো ভগবান আমাকে সঙ্গ দিলেন, সেইযে ছুটতে আরম্ভ করেছিলাম আর এই এখানে এসে থামলাম। সামাজিকতা আর মায়ের অনুরোধে সংসার করেছিলাম বটে কিন্তু আজ না কাল, কালনা আরএকটু গুছিয়ে নিয়ে তবেই জীবনের সকল আনন্দ উপভোগ করব।

                                   আমার বদ্ধপরিকর ধারণা ছিলো যে অর্থ থাকলেই সব কিছু পাওয়া যায়। অর্থ সংগ্রহ করতে করতে এমন একটা বয়সে এসে উপস্থিত হলাম যে মনের সুপ্ত ইচ্ছাগুলো কখনযে মনের অন্তরালে দফন হয়ে গিয়েছিল তা বুঝে উঠতেই পারিনি। একটা পরের মেয়েকে ঘরে এনে সুধুমাত্র টাকার পাহাড়ে বন্দীকরে তার জীবনের সকল ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই প্রায় নষ্ট করেছি আমি। ছেলে মেয়েরা সাবালক হতে অবশ্য আমার স্ত্রীকে সঙ্গ দিয়েছে। ওরা ওদের মাকে নিয়ে ঘুরেছে, ফিরেছে আনন্দ করেছে কিন্তু আজ যখন সবটাই শেষ হয়ে গেল তখন আমি অনুতপ্ত এই ভেবে আমাকে ছাড়া সেকি সত‍্যই তার সকল ইচ্ছা পূরণ করতে পেরেছে।?

                              না পারেনি সেটা আমি এখন বুঝতে পারছি যখন আমার হাত শূন্য, যখন আমি নিজে শূন্য, যখন আমার জীবনের অঙ্ক শূন্য। কোটি কোটি টাকার অডিট ছাড়া মনে রাখার মতো কোনো ঘটনা আমার জীবনে নেই। হয়তো আমা স্ত্রী আমাদের….সরি আমাদের বলাটা ঠিক হবেনা তার সন্তানদের নিয়ে গড়েতোলা কিছু ভালো মন্দ মুহূর্তের স্মৃতি রোমন্থন করতে পারবে, আমার জীবনে সেটুকুও নেই।

                          🙏 সমাপ্ত 🙏

                                  


Rate this content
Log in

Similar bengali story from Classics